ক্রীড়া প্রতিবেদক
ভিত্তিটা বোলাররাই তৈরি করে রেখেছিলেন। বাকি কাজ সারলেন দাভিদ মালান। দারুণ এক ফিফটিতে ফরচুন বরিশালকে প্রায় একাই জয়ের বন্দরে পৌঁছে দিলেন তিনি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল বিপিএলের ম্যাচে ৬ উইকেটে জিতেছে বরিশাল। আগে ব্যাট করে ৮ উইকেটে ১২১ রান তুলতে পারে চিটাগাং। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৬.৫ ওভারেই জয় নিশ্চিত করে বরিশাল। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল বরিশালের ফ্র্যাঞ্চাইজি। আর ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তিনে আছে চিটাগাং।
লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ১৬ রানে ২ উইকেট হারায় বরিশাল। ওপেনার তামিম ইকবাল ১৪ বলে ৮ কে ক্যাটাগরিতে রানআউটে বিদায় নেওয়ার কিছুক্ষণ পরে একই পথ ধরেন তাওহীদ হৃদয় (১)। এরপর টিকতে পারেননি মুশফিকুর রহিম (১১) ও মাহমুদউল্লাহ রিয়াদও (১৬)।
দশম ওভারে ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপেই পড়ে গিয়েছিল বরিশাল। তবে পাল্টা আক্রমণে সেই চাপ দূরে ঠেলে দেন মালান ও মোহাম্মদ নবী। ৪১ বলে ৫৬ রানে মালান ও ২১ বলে ২৬ রান নিয়ে আফগান অলরাউন্ডার নবী অপরাজিত থাকেন।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২১ রানের সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হলেও মাঝে রান তুলতে হিমশিম খেয়েছে চিটাগাংয়ের টপ অর্ডার।উইকেটও পড়েছে নিয়মিত বিরতিতে। ওপেনার উসমান খান ১৩ বলে ১৯ রান করে বিদায় নেওয়ার পর বলার মতো রান পেয়েছেন মোহাম্মদ মিঠুন ও আরাফাত সানি।
চারে নামা মিঠুন ৩৪ বলে ৩৫ রান করে যখন বিদায় নেন, সেসময় তাদের দলের সংগ্রহ ৭ উইকেট ৮৭ রান। এমন বিপর্যয়ের পর শেষদিকে ৩৪ বলে ২৭ রানের ইনিংস খেলে দলকে ১২১ পর্যন্ত নিয়ে যান সানি।
বল হাতে বরিশালের তানভীর ইসলাম, রিপন মল্ল, ফাহিম আশরাফ দারুণ পারফর্ম করেছেন। তানভীর ৪ ওভারে মাত্র ১৪ রান খরচে নিয়েছেন ২ উইকেট। ফাহিম ৪ ওভারে মাত্র ১২ রান খরচে ঝুলিতে পুরেছেন ৩ উইকেট। রিপনও ৩ উইকেট নিয়েছেন। তবে ৪ ওভারে খরচ করেছেন ২৩ রান।