নগরীর চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে বার্ষিক বিজ্ঞানমেলা ১৭ অক্টোবর স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্লে গ্রুপ থেকে দশম শ্রেণির ন্যাশনাল কারিকুলাম ও ক্যামব্রিজ শাখার শিক্ষার্থীরা যৌথভাবে অংশগ্রহণ করেন। জুনিয়র শাখার ক্ষুদে বিজ্ঞানীরা তাদের শিক্ষকদের সাথে পুরো প্রোগ্রামটি বেশ আড়ম্বরের সাথেই উপভোগ করেন। এছাড়াও স্কুলের কিশোর বিজ্ঞানীরা পুরো সপ্তাহে বিজ্ঞানের নানা পরীক্ষা-নিরীক্ষা নিয়ে বেশ উদ্দীপনার সাথে তাদের বিভিন্ন প্রজেক্ট তৈরি করেন।
বার্ষিক বিজ্ঞানমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মোহাম্মদ সাইফুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন স্কুলের সেক্রেটারী প্রফেসর ড.গিয়াস উদ্দিন হাফিজ, একাডেমিক এডভাইজার ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন, ডিরেক্টর শহীদুল্লাহ সেলিম প্রমুখ।
অতিথিরা তাঁদের বক্তব্যে স্কুলের শিশু-কিশোর বিজ্ঞনীদের প্রশংসা করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুলের প্রিন্সিপাল নজরুল ইসলাম চৌধুরী। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি