চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন তাসকিন

1

চলতি মাসে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজের প্রথম টেস্টের জন্য গেল (মঙ্গলবার) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা হচ্ছে না পেসার তাসকিন আহমেদের।
এবার জানা গেল ইনজুরির সমস্যা কাটিয়ে উঠতে দেশের বাইরে যেতে পারেন তাসকিন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ঢাকা পোস্টকে বলেছেন, পরামর্শের জন্য হয়তো বাইরে পাঠানো হতে পারে। তাসকিনের ট্রিটমেন্ট চলছে, তাকে খেলা থেকে দূরে রাখা হয়েছে। আরও ভালো কিছু করা যায় কি না এ ব্যাপারে আমরা আলোচনা করছি। এখন যদি ওরা (বাইরের ডাক্তার) বলে যে তারা দেখতে চায়, তাহলে যেতে হবে বাইরে।