চিকদাইরে খাজা বাবার ওরশ

109

আঞ্জুমানে গাউছিয়া মুঈনিয়া আহমদিয়া রাহমানিয়া দায়রা শরীফের উদ্যোগে মো. এনামে আলী চৌধুরী আল্ চিশতী, আল মাইজভান্ডারীর ব্যবস্থাপনায় গত শনিবার রাউজানস্থ চিকদাইর হানজ চৌধুরী বাড়িতে আতায়ে রসূল গরীবে নেওয়াজ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতী আজমিরী (র.) এর বার্ষিক ওরশ মহাসমারোহে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মাওলানা এটিএম আবু তৈয়ব ফারুকী, শাহজাদা মৌলানা মামুন, রবিউল এহছান আলী চৌধুরী, মাওলানা ফাহিম আলী চৌধুরী, শাহজাদা মো. এমদাদ আলী চৌধুরী ও এলাকার বিশিষ্ঠ ব্যক্তি, ওলামায়েকেরাম ও পীর মাশায়েকগণ। শেষে মুনাজাত পরিচালনা করেন মো. এনামে আলী চৌধুরী। এতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়। খবর বিজ্ঞপ্তির