চা শ্রমিকদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

42

উদালিয়া চা বাগানে করোনা ভাইরাস থেকে রক্ষার্থে চা শ্রমিকদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং শ্রমিকদের বাসস্থানে জীবাণুনাশক স্প্রে করা হয়া। ২৯ মার্চ বাগান মালিক মোস্তাফা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজর পক্ষে বাগানের বিভিন্ন পয়েন্টে শ্রমিকদের মাঝে এ কর্মসূচী পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মোস্তাফা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এর সিনিয়র ব্যবস্থাপক উৎপল রায় চৌধুরী, উদালপয় চা বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, মোস্তাফা গ্রুপের সিনিয়র সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ মাহাবুব, উদালিয়া চা বাগানের উপ ব্যাবস্থাপক সমীরন মৃধা,উদালিয়া চা বাগানের সহকারী ব্যাবস্থাপক রকিবুল আহসান, উদালিয়া চা বাগানের সহকারী ব্যাবস্থাপক মোহাম্মদ আলী,উদালিয়া চা বাগানের এক্সিকিউটিভ ওমর ফারুক, সুনিল দাশ, টিংকু সুত্রধর,শামীম আবেদীন প্রদীপ দেবনাথ প্রমুখ। বিজ্ঞপ্তি