করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে জনগণকে রক্ষা করার জন্য বান্দরবানে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে বান্দরবান পৌরসভার ব্যবস্থাপনায় চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে বান্দরবান পৌরসভার প্রাঙ্গনে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় বান্দরবানে পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুরসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা উপস্থিত ছিলেন।
এসময় গাড়িযোগে বান্দরবান পৌরসভার ৫ শত পরিবারের ঘরে ঘরে চাল সরববরাহ করা হয়। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে পৌরসভা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে আলোচনা সভায় করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে সচেতন থাকার আহবান জানান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বান্দরবানে করোনা ভাইরাস প্রতিরোধে একটি আপদকালীন কার্যকরী কমিটি গঠন করা হয় এবং এই কমিটির মাধ্যমে আগামী দিনগুলোতে বান্দরবানের ৯টি ওয়ার্ডের ৩৩টি ইউনিয়নে গরীব ও অসহায়দের চাল, ডাল, তেল, আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।