চান্দগাঁও স্পোর্টস অ্যাকাডেমির আয়োজনে বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বঙ্গবন্ধু উন্মুক্ত সেপাক টাকরো টুর্নামেন্ট চান্দগাঁও আবাসিক এলাকা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হয়। এতে অর্নব ক্লাব, মল্লিকা রেসিডেন্সিয়াল স্কুল, মুক্তকন্ঠ গ্রীণ, চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল, দক্ষিণ হালিশহর টাকরো ক্লাব, মিসকাত স্পোর্টিং ক্লাব, চান্দগাঁও স্পোর্টিং ক্লাব, রেইনবে গ্রামার স্কুল ও চট্টগ্রাম টাকরো ক্লাবসহ ৯টি দল অংশগ্রহণ করে। গোলাম মহিউদ্দিন বাবুলের সভাপতিত্বে রাকিবুল ইসলাম পলাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির কর্মকর্তা তৌফিক হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়শনের সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফুল করিম সোহেল, মোহাম্মদ জিয়াউর রহমান, আল মামুনুল করিম বিদ্যুৎ, হাফেজ হামিদুল ইসলাম, শাহীন মোহাম্মদ নরুল আক্তার, মো. রুকন ও হুমায়ুন প্রমুখ। উদ্বোধনী দিনে ৪টি দল অর্নব ক্লাব, চান্দগাঁও স্পোর্টিং ক্লাব, মিসকাত স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল, সেমিফাইনাল নিশ্চিত করে। বিজ্ঞপ্তি