নগরীর চান্দগাঁওস্থ বাহির সিগন্যাল সর্বজনীন শ্রীশ্রী মা চন্ডী মন্দিরের পরিচালনা পরিষদের সভা গত ১৩ মে মন্দিরের প্রতিষ্ঠাতা অশোক চৌধুরীর সভাপতিত্বে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি রুপক কান্তি দেবনাথের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা সুজিত চৌধুরী, রুপন ধর, বিধুভূষণ দাশ, বাদল দাশ, সুশীল দাশ, অমিরন বৈদ্য, বাসুদেব চৌধুরী, অশোক পালিত, অঞ্জন পাল, রঞ্জিত দাশ, শ্যামল চৌধুরী, অনুপ চৌধুরী, দিলীপ দাশ, দীপক দাশ, রাজীব দাশ, পরিষদ কর্মকর্তা সুভাষ দত্ত, চম্পক মিত্র, কাজল মজুমদার, গৌরাঙ্গ গুহ, টিটু সেন, পার্থ দাশগুপ্ত, রাসেল কর্মকার, নিরুপম চৌধুরী, দিপ্ত দে, প্রান্ত দাশ, জয় দাশ, নয়ন মজুমদার, দীপ্ত মিত্র প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে নয়ন কর্মকারকে সভাপতি, জনি দাশকে সাধারণ সম্পাদক, উজ্জ্বল বিশ্বাসকে অর্থ সম্পাদক ও সুব্রত দেবনাথকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২০২৫-২০২৭ সালের জন্য মন্দির পরিচালনা কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি