চান্দগাঁওয়ে ২৬ হাজার ইয়াবাসহ তিন জন গ্রেপ্তার

15

কক্সবাজার থেকে প্রাইভেট কার যোগে ঢাকায় নেয়ার পথে ২৬ হাজার ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার রাতে চান্দগাঁও থানাধীন নতুন চান্দগাঁও থানার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আরিফ (২৬), মো. ইভান (৩৮) ও মো. আলমগীর (৩১)। তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন পূর্বদেশকে বলেন, নতুন চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ২৬ হাজার ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে। এরা কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।