নিজস্ব প্রতিবেদক
নগরীর চান্দগাঁও থানার ইলিয়াস ব্রাদার্স সড়কের মানিকের বাসার নিচে থেকে হারুনর রশিদ (৪৮) নামে তিন মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় তাকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ। আসামি হারুনর রশিদ লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সর্দারনীর পাড়ার সিদ্দিক আহমদের ছেলে।
অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ পূর্বদেশকে জানান, বন্দর বিভাগের গোয়েন্দার একটি টিম তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে তিনটি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা রয়েছে। আসামিকে গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তারপূর্বক ডিএমপির মতিঝিল থানার ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।