নগরের নিউ চান্দগাঁও আবাসিক এলাকা থেকে জেসমিন আক্তার (১৮) নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে নিউ চান্দগাঁও আবাসিকের ৭ নম্বর রোডের শহীদুল নামের এক ব্যক্তির বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।-বাংলানিউজ
জেসমিন লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবির বিলা এলাকার নূর মোহাম্মদের মেয়ে। জেসমিনের নানা মো. আবছার জানান, ধারণা করছি- আমার নাতনীকে হত্যা করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। চান্দগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) হিরো বড়ুয়া বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানতে পারবো।