চান্দগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে সাতজন গ্রেপ্তার

1

নিজস্ব প্রতিবেদক

নগরীর চান্দগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
গ্রেপ্তাররা হলেন- মো. নুরুল ইসলাম (২৭), মো. শান্ত মিয়া (১৯), মো. রুবেল মিয়া (৩২), মো. সাকিবুল ইসলাম (২৮), মো. আকতার (২৬), মো. রাশেদ (২৬) ও মো. আলী আজগর (৩৯)। তারা বিভিন্ন জেলার হলেও বর্তমানে চান্দগাঁও এলাকায় বসবাস করেন।
ওসি আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৮৮(ডি) ধারায় থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।