নিজস্ব প্রতিবেদক
নগরীর চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চুরি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৬ টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন জিহাদ (২২) এবং শহিদুল ইসলাম ফরিদ (৩০)। তাদের মধ্যে জিহাদ ভোলার লালমোহন উপজেলার কালিপিত্তি ভোলায়দের বাড়ির মো. ইউনুফের ছেলে। তিনি বর্তমানে নগরের বাদশা চেয়ারম্যান ঘাটার আবুলের কলোনির বাসিন্দা। এছাড়া শহিদুল ইসলাম ফরিদ চন্দনাইশ উপজেলার পশ্চিম কেচুয়া সেলিম মেম্বারের বাড়ির আবুল কালামের ছেলে।
চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরির সঙ্গে জড়িত ছিল। দুজনের বিরুদ্ধে ৪৬১/৩৮০ ধারার পেনাল কোড অনুযায়ী থানায় চুরির অভিযোগ (মামলা নং -৪) রয়েছে।