চান্দগাঁওয়ে গ্রেপ্তার ২

1

নিজস্ব প্রতিবেদক

ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় চান্দগাঁও থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে ডিবি পুলিশ ও কর্ণফুলী থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন কর্ণফুলী জুলধার আওয়ামী লীগ নেতা মো. সিরাজ (৪৩) ও রাহাত্তরপুল এলাকার মো. রবিন (২৭)।
চান্দগাঁও থানার ওসি বলেন, ছাত্র আন্দোলনে হামলার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।