চাতরী বাজারে যানজট নিরসনে সড়ক ডিভাইডার

2

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলার ব্যস্ততম চাতরী চৌমুহনী বাজারে যানজট নিরসনে সড়ক ডিভাইডার বসালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আকতার। গতকাল শনিবার সকালে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় যানজট নিরসনের লক্ষে এই উদ্যোগ নেওয়া হয়। এসময় বাজারে শৃঙ্খলা ফেরাতে বাসচালক, হকার ও সিএনজি অটোরিক্সা চালককে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আনোয়ারা থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
ইউএনও তাহমিনা আকতার বলেন, বাজারে যানজট ও শৃঙ্খলা ফেরাতে সড়কে ডিভাইডার স্থাপন ও বাসস্টপেজ নির্ধারণ করে দেওয়া হয়েছে। যারা এই নির্দেশনা মানবেনা তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।