নগরীর চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে এক সভা গতকাল সকালে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম হারুনুর রশীদ। সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ চৌধুরী বাহাদুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের কর্মকর্তা মো. আবসার উদ্দীন এম কম, অধ্যাপক আজিজুল হক, মো. জামাল উদ্দীন, মীর আহম্মদ সওদাগর, মো. আলী আব্বাস তালুকদার, মো. আবুল কাশেম, আবু তাহের সিকদার, শান্ত দাশগুপ্ত, স্বপন কুমার সাহা, কবির আহমেদ সওদাগর, আলী আকবর সওদাগর, মো. হারুন উর রশিদ, মো. নূরুল আবছার, আবদুল মালেক সওদাগর প্রমুখ। সভায় বক্তারা এলাকার ব্যবসায়ী এবং জনসাধারণ দলমত নির্বিশেষে অতীতের ন্যায় শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান। খবর বিজ্ঞপ্তির