লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়ায় গাড়ি মেরামত করতে গিয়ে কাঠবোঝাই জিপ চাপায় মো. তারেকুল ইসলাম (২৩) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে পশ্চিম কলাউজান বাংলা বাজারের দক্ষিণে বাহাদুর পাড়া ব্রিকসফিল্ডের পাশের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
তারেক পুটিবিলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পহরচাঁন্দা উত্তর পাড়ার মৃত নুরুল কবিরের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণে বাহাদুর পাড়া ব্রিকসফিল্ডের পাশের রাস্তায় জিপ গাড়ির চাকা নষ্ট হওয়ায় তিনি চাকা পাল্টাচ্ছিলেন। স্ট্যান্ডিং জগের উপর থাকা গাড়ির চাকার নাট-বল্টু চেক করতে তিনি নিচে ঢুকেন। হঠাৎ জগ ¯িøপ করে গাড়িটি দেবে যায় এবং তারেক গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা লোহাগাড়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে লোহাগাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করে।
পুটিবিলা ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবদুল মান্নান জানান, তারেক আমার ওয়ার্ডের বাসিন্দা। কলাউজান থেকে স্থানীয়রা খবর দিলে সেখানে যাই। তারা খুব অসহায়। ঘটনাস্থল থেকে লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। থানা প্রশাসনকে পরিবারের কোন অভিযোগ নেই বিষয়টি জানিয়েছি।
তারেকুল ইসলামের মা রাশেদা বেগম জানান, আমার ছেলে গাড়িতে হেলপারের কাজ করতো। কাজ করার সময় চাপা পড়ে মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে আসি। আমার কোন অভিযোগ নেই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত জানান, তারেক নামে এক রোগীকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার অনেক আগেই তিনি মারা গেছেন।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠিয়েছি। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।