চাকসু’র নির্বাচিত সংসদকে চবি এলামনাই এসো’র অভিনন্দন

1

চাকসুর নবনির্বাচিত ছাত্র সংসদকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি এস এম ফজলুল হক এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী যৌথ বিবৃতিতে বলেন, চাকসু নির্বাচন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ ফিরিয়ে আনার একটি ঐতিহাসিক পদক্ষেপ। ভিপি ইব্রাহিম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব এবং এজিএস আইয়ুবুর রহমান তৌফিকের নেতৃত্বে নবনির্বাচিত সংসদকে তাদের ওপর অর্পিত গুরুদায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করি।
আমরা আশা করি, তারা ছাত্রসমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধন, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে বলিষ্ঠ নেতৃত্ব দেবে। নবনির্বাচিত সংসদ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার ঐতিহ্য ও গৌরবের শিখরে পৌঁছাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সংসদকে তাদের কার্যক্রম পরিচালনায় এবং ছাত্রসমাজের স্বার্থ সংরক্ষণে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ। অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের সোনালী ভবিষ্যৎ বিনির্মাণে নবনির্বাচিত সংসদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আগ্রহী। বিজ্ঞপ্তি