চাই আধুনিক ট্রাফিক ব্যবস্থা

79

যানজট নিরসনে যেন কোনো সিদ্ধান্তই কাজে আসছে না। নতুন নতুন উদ্যোগ ট্রাফিকের সংখ্যা বৃদ্ধি, স্টপেজ সরানো, দিনের বেলার নগরীতে ট্রাক-কাভার্ড ভ্যান প্রবেশ নিষেধ, জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ নির্মাণ, ফ্লাইওভার, ওয়ানওয়ে বৃদ্ধিসহ কিছুই যেন কার্যকর হচ্ছে না। একই সাথে বাড়ছে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি। এটিও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। শুধু সড়কেই নয় রেললাইনেও প্রাণ যাচ্ছে। মহাসড়ক-সড়কে বড় বড় গাড়ি দাঁড় করিয়ে কাগজপত্র পরীক্ষা করতে গিয়েও যানজট হচ্ছে। যানজট নিরসনে সমস্ত সড়ক-জনপদকে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আনা কেন যে অসম্ভব বুঝা মুশকিল। অভিযোগ আছে সড়কে চলাচলের অযোগ্য যানবাহন টোকেনের মাধ্যমে এখনো চলে। দিনের বেলায় কাভার্ড ভ্যান চলার সময় গত পরশু কোতোয়ালী মোড়ে একজনের মৃত্যু ঘটে। ২০০৭ সালে নগরে দিনের বেলায় ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল নিষিদ্ধ করা হয়। ওই কারণে সে সময় নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। তবে দুঃখের বিষয় ক্রমান্বয়ে এ বিধি শিথিল হয়ে পড়ে। আবার দিনে ট্রাক-কাভার্ড ভ্যান চলতে শুরু করে। যেন এগুলো বাধা দেবার কেউ নেই। নগরে প্রবেশের মুখে ট্রাফিক এদের প্রবেশ করতে দিতে থাকে অদৃশ্য কারণে। যে কারণে নগরীজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি ও দুর্ঘটনা বাড়তে থাকে। বালু-ইট ইত্যাদি বহনকারী ট্রাক পরিবেশের ও বিঘ্ন ঘটায়। ধুলাবালিতে সয়লাব হয়ে যায় নগরী। জরুরি কারণে বন্দরের পণ্য বহনে ছাড়াও কিছু কিছু ক্ষেত্রে ট্রাক চলাচলে বাধা ছিল না। কিন্তু ব্যস্ত নগরীতে অফিস স্কুল সময়ে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল যানজট সৃষ্টিতে নেতিবাচক ভ‚মিকা রাখে।
যানজট নিরসনে নতুন সরকারের শুরুতে নজরদারি বাড়াতে সচেষ্ট হতে হবে। মনে রাখতে হবে এ সরকারের কাছে মানুষ নতুন উদ্যোগের আশা করে যাতে করে নাগরিক জীবন স্বাচ্ছন্দ্যের হতে পারে। সড়কে প্রাণ ঝরা বন্ধ হয়। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাচল সহজ ও নিরাপদ হয়। বৈজ্ঞানিকভাবে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে যেমন ভূমিকা রাখতে হবে তেমনি গণপরিবহনের সংখ্যা বাড়াতে হবে। বিদ্যাপীঠগুলোকে নিজস্ব পরিবহন ব্যবস্থা রাখতে হবে। যাতে করে বিদ্যালয়মুখী ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমে যায় এবং যানজট নিরসনে ভূমিকা রাখা যায়। ট্রাফিক সংকেত আধুনিকায়ন করা অত্যন্ত জরুরি। লাঠি হাতে উন্নত দেশসমূহ ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয় না। এটি আমাদের দেশে চালু আছে। যানজট নিরসনে বিআরটিএ-এর ভূমিকা কম নয়। তাদের অনিয়ম বন্ধ করতে হবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে।