পূর্বদেশ ডেস্ক
ভারি বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা। ২৪ ঘণ্টায় গড়ে জেলায় ১৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে রাস্তাঘাটে সঙ্গে তলিয়েছে রেলপথও। শহরের বিভিন্ন রাস্তা, পাড়া-মহল্লা ও সরকারি-বেসরকারি স্থাপনায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। আদালত এলাকায় জেলা জর্জ এবং জেলা প্রশাসকের বাসভবনেও পানি ঢুকেছে। এ ছাড়া সার্কিট হাউজ এলাকায় হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। দিনভর দুর্ভোগ কেটেছে শহরবাসীর। খবর বিডিনিউজের।
শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত জেলায় ১৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়; যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানান চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ইয়াছিন আলী।
জেলার পরিবেশবাদী আন্দোলনের নেতা সত্তরউর্ধ্ব শফিকুল ইসলাম ভোতা বলেন, গত রাতের ভারি বৃষ্টি ছিল স্মরণ কালের স্মরণীয়। ১৯৬৮ সালে আট দিনব্যাপী এ ধরনের ভারি বর্ষণ হয়েছিল। সেই সময় ফুল, ফসল ও পাখির ব্যাপক ক্ষতি হয়েছিল। গত রাতের ভারি বর্ষণ সেই দুঃসময়ের কথা মনে করিয়ে দেয়।
এদিকে ভারি বৃষ্টিপাতে সদর উপজেলার হোসেন ডাং এলাকায় প্রায় ৫০০ মিটার রেললাইন পানিতে তলিয়ে যায়। সকালে নির্ধারিত সময়ের ট্রেন কয়েক ঘণ্টা পর গন্তব্যে ছেড়ে গেছে।
চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন মাস্টার ওবায়দুল হক বলেন, বৃষ্টির পানি নেমে গেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি দুই ঘণ্টা ১৭ মিনিট পর সকাল ৮টা ১৭ মিনিট ছেয়ে গেছে।
সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের রানীনগর গ্রামের কাবিরুল ইসলাম বলেন, গত রাতের প্রবল বর্ষণে পানির স্রোতে দেবীনগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড ও আলাতুলি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মাঝে ৩ থেকে ৪ মাস আগে নির্মাণ করা একটি কালভার্ট ধসে গেছে। এ ছাড়া বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে।
এ ছাড়া দেবীনগর ও আলাতুলি ইউনিয়নের মাঝে ঢাবের মাঠের এক হাজার বিঘা জমির শীতকালীন সবজি- পেঁয়াজ, টমেটো, মরিচ ডুবে গেছে। এতে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
কৃষি স¤প্রসারণ কর্মকর্তা ইয়াছিন আলী বলেন, ২৪ ঘণ্টায় সদর উপজেলায় ২৬০ মিলিমিটার, শিবগঞ্জে ১৭৫ মিলিমিটার, গোমস্তাপুরে ১৮০ মিলিমিটার, নাচোলে ১৭৫ মিলিমিটার এবং ভোলাহাট উপজেলায় ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে জেলার বেশ কিছু এলাকা জলমগ্ন হয়েছে।
তিনি বলেন, বৃষ্টিতে ফসলের কি ধরনের ক্ষতি হয়েছে, তা এখনি বলা যাচ্ছে না। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।











