চাঁন্দগাওয়ে বিজয় দিবস সেপাক টাকরো টুর্নামেন্ট

51

চাঁন্দগাও স্পোর্টস একাডেমীর আয়োজনে বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সহযোগিতায় বিজয় দিবস উম্মুক্ত সেপাক টাকরো টুর্নামেন্ট ২০১৮ চাঁন্দগাও আবাসিক এলাকার খেলার মাঠে গত ১৬ ডিসেম্বর বিকালে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চাঁন্দগাও আবাসিক এলাকা কল্যাণ সমিতির অর্থ সম্পাদক মো: নুরুল আবছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের পরিচালক আসাদুজ্জামান খাঁন, চাঁন্দগাও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সংগঠন ও প্রচার সম্পাদক তৌফিক হোসেন, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের পরিচালক আসিফ জুয়েল, শিশু স্বর্গের প্রোগ্রাম অফিসার ফরহাদ হোসেন, চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের কর্মকর্তা শামশুল আলম। চাঁন্দগাও স্পোর্টস একাডেমির সহ-সভাপতি গোলাম মহিউদ্দিন বাবুল এর সভাপতিত্বে এবং সিজেকেএস সেপাক টাকরো কমিটির যুগ্ম সম্পাদক সাইফুল্যাহ মুনিরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মো: লুৎফুল করিম সোহেল। টুর্নামেন্টে রেফারীর দায়িত্ব পালন করেন পলাশ, হুমায়ুন এবং ওমর ফারুক। উক্ত টুর্নামেন্টে রেগু ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চাঁন্দগাও স্পোর্টিং ক্লাব এবং রানার্স আপ হয় শিশু স্বর্গ, ৩য় স্থান অর্জন করে মাদারবাড়ী মুক্তকন্ঠ। ডাবল ইভেন্টে চ্যাম্পিয়ন হয় কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়, রানার্স আপ হয় রেইনবো গ্রামার স্কুল, ৩য় স্থান অর্জন করে চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। বিজ্ঞপ্তি