চসিক মেয়র সকাশে বিকেএ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ

1

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঢাকা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা, সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন গত ২৮ নভেম্বর সকাল ১১টায়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি সচিব লেখক ও মানবাধিকারকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম, কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি লায়ন মো. কবিরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ডিআই এম. জাহাঙ্গীর আলম, বিভাগীয় সহ সভাপতি মো. নাজিম উদ্দিন, এম এ মতিন সহ প্রমুখ।
সাক্ষাৎকালে মেয়র বলেন, গণতান্ত্রিক দেশে শিক্ষা, উন্নয়নের জন্য নাগরিকদের সুযোগ সুবিধার কথা সংবিধানে স্বীকৃতি হলে ও শিশুদের মেধাবিকাশে কিন্ডারগার্টেনসমূহের অনেক অবদান রয়েছে এবং এর মাধ্যমে মানসম্মত প্রাথমিক শিক্ষা ব্যবস্থার দিকে লক্ষ্য রেখে শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধিসহ সুনাগরিক, শিক্ষিত জাতি গঠনে আমাদের সবাইকে আন্তরিক ও সচেতন হতে হবে। বিজ্ঞপ্তি