চসিক মেয়রের সাথে বারুনী স্নান পরিচালনা পরিষদের সাক্ষাৎ

1

নগরের ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের রানী রাসমনি ঘাটে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাট্টলী সার্বজনীন মহাতীর্থ বারুনী স্নান পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় আগামী ২৭ মার্চ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
এ উপলক্ষে কাট্টলী সার্বজনীন মহাতীর্থ বারুনী স্নান পরিচালনা পরিষদের কর্মকর্তারা চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি সদানন্দ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক বাবুল কান্তি নাথ, সিনিয়র সহ-সভাপতি ডা. বিজন কান্তি নাথ, অজিৎ কুমার দেবনাথ, সুভাষ চন্দ্র ধর, সুনিল বরণ দাশ, যুগ্ম সম্পাদক উদয়ন কান্তি নাথ, বাবলু দেবনাথ ও রাজীব ধর তমাল।
আয়োজকরা আশা করছেন, ধর্মীয় এই অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং ভক্তদের অংশগ্রহণে মুখরিত থাকবে কাট্টলীর রানী রাসমনি ঘাট। বিজ্ঞপ্তি