জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম মাঠ বাফুফের নিকট বরাদ্দ প্রদান বাতিলের দাবিতে চট্টগ্রামের সকল পর্যায়ে ক্রীড়া সংগঠকবৃন্দ গতকাল ২১ জানুয়ারি ২০২৫ইং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর সাথে মতবিনিময় করেন। উক্ত মতবিনিময় সভায় সিটিমেয়র এম এ আজিজ স্টেডিয়াম কোনভাবেই কাউকে এককভাবে বরাদ্দ প্রদানের তীব্র প্রতিবাদ করেন এবং দীপ্ত কন্ঠে এম এ আজিজ স্টেডিয়াম বরাদ্দের যে কোন প্রক্রিয়া বন্ধের আহবান জানান। এসময় চট্টগ্রামের ক্রীড়া সংগঠকদের পক্ষে উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর সৈয়দ আবুল বশর, এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সৈয়দ সাহাব উদ্দিন শামীম, আমিনুল ইসলাম, শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাংগীর, আবদুল হান্নান আকবর, শওকত হোছাইন, ডাঃ সৈয়দ সাইফুল ইসলাম, রায়হান উদ্দিন রুবেল, সাইফুল আলম খান, হারুন রশিদ, আবু জাহেদ, জাহেদ হোসেন, রিফাত বিন আমিন, ফারুক আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।