চসিক মিডওয়াইফারী ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার ফল

43

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিডওয়াইফারী ইনস্টিটিউটে ২০ তম ব্যাচের মৌখিক পরীক্ষা গতকাল শনিবার সকালে মিডওয়াইফারী ইনস্টিটিউট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে আগামী ১ জানুয়ারি হতে ১০ জানুয়ারি ২০১৯ এর মধ্যে শিক্ষাবোর্ড হতে প্রাপ্ত মূল সনদপত্র ও মূল নম্বরপত্র জমাদান পূর্বক ভর্তি হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। মূল সনদপত্র ও নম্বরপত্র ছাড়া কোন অবস্থাতেই ভর্তি করা হবে না। নির্ধারিত তারিখের পর আসন খালি থাকলে অপেক্ষামান তালিকার মেধাক্রমানুসারে ভর্তি করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত পরীক্ষার্থীদের রোল নং- (মেধাক্রমনুসারে) ২৫, ২৭, ৭৩, ১১০, ৫০, ৬৯, ১২০, ১৫৫, ১০৯, ১২১, ৯৭, ১৭৩, ২২, ২৬, ৩৪, ১৩৫, ১৫১, ৯৬, ১২৬, ১২৯, ৬১, ০১, ১৫, ৪৮, ১২৫, ১৩৮, ৪১, ১১৬, ১৩১, ২৪, ১০৮, ১৭০, ৩৬, ৭২ ও ৮৯ মোট ৩৫ জন।
অপেক্ষামান তালিকায় আছে (মেধাক্রমনুসারে) ১৬৮, ১৬৩, ১৭২, ০৭, ১১৫, ১৮৯, ০৯, ১৯২, ১৮০, ১৫৩ ও ১১৮ মোট ১১ জন। খবর বিজ্ঞপ্তির