চসিকের কর্মকর্তা মাহি কারাগারে

1

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে হওয়া মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তা শরফুল ইসলাম মাহিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে।
চসিকের ম্যালেরিয়া ও মশক নিধন কর্মকর্তা পদে আছেন শরফুল। গত মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তারের পর বুধবার সকালে আদালতে পাঠানো হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, ছাত্র আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার অভিযোগে হওয়া একটি মামলায় মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, গ্রেপ্তার শরফুল ইসলাম মাহি ২০২৩ সালের ২৯ জুলাই চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি হন। একই বছরের জানুয়ারিতে চসিকে যোগদান করেন।
সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা-২০১৯ অনুযায়ী, কোনো কর্মকর্তা-কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠনের সদস্য হতে বা যুক্ত থাকতে পারবেন না। এ নিয়ে তখন চসিকজুড়ে নানা আলোচনা-সমালোচনার জন্ম নেয়।