চসিকের উদ্যোগ আগ্রাবাদে পে-পার্কিং পুনরায় চালু

1

নিজস্ব প্রতিবেদক

যানজট কমাতে নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় পরীক্ষামূূলকভাবে পে-পার্কিং পুনরায় চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
গতকাল বুধবার আগ্রাবাদে কপার চিমনি রেস্তোরাঁর সামনে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন পে-পার্কিং চালু করেন। বি-ট্র্যাক সলিউশন নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তায় পাইলট প্রকল্প হিসেবে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সিলভার স্পুনের সামনে এবং ডাচ-বাংলা ব্যাংকের সড়কে পে-পার্কিং চালু করে চসিক। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে চালু হওয়া প্রকল্পটি নানা জটিলতায় বাধাগ্রস্ত হয়। গতকাল বুধবার প্রকল্পটি আবার চালু হল।
এ সময় সিটি মেয়র বলেন, যত্রতত্র পার্কিংয়ের কারণে নগরীতে যানজট হচ্ছে। পে-পার্কিং এক্ষেত্রে সমাধান হতে পারে। আগ্রাবাদে পে-পার্কিং এর পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে নগরীর অন্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও পে-পার্কিং চালু করা যাবে। এছাড়া যত্রতত্র হকার সমস্যা সমাধানে পেমেন্টের মাধ্যমে অস্থায়ীভাবে ব্যবসা করার স্থান বরাদ্দের পরিকল্পনা আছে আমাদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি-ট্র্যাক সলিউশনের সিইও মো. তানভীর সিদ্দিক, হেড অফ অপারেশন সাফায়াত আব্দুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ মুশবিয়া শুকরানা ও এক্সিকিউটিভ তরিকুল ইসলাম।