চসিকের উদ্যোগে হাত ধোয়ার ৬৮৪ পয়েন্ট

30

বস্তি এলাকায় বাস করা মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ৬৮৪টি পয়েন্টে হাত ধোয়ার ব্যবস্থ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। প্রকল্প সহায়তা ও মেয়রের নিজস্ব উদ্যোগে এসব পয়েন্ট করা হচ্ছে। এছাড়া ওসব এলাকায় ৭৫ হাজার সাবান ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হবে।
গতকাল মঙ্গলবার এ কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তথ্যগুলো নিশ্চিত করেছেন চসিকের প্রধান নির্বাহী মো. সামুসদ্দোহা।
তিনি জানান, ইউএনডিপি, ইউকেএইড’র আর্থিক সহায়তায় পরিচালিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প’র (এলআইইউপিসি) উদ্যোগে নগরীর ২০টি ওয়ার্ডের ৬৮৪টি স্পটে হাত ধোয়ার ব্যবস্থ করছেনে সিটি মেয়র। প্রকল্পটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালনা করছে। এসব পয়েন্টগুলোতে সাবান, পানির ট্যাংক ও বালতি থাকবে। এছাড়া প্রকল্পের আওতায় প্রায় ৭৫ হাজার উপকারভোগীকে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার দেয়া হবে। এছাড়া চসিকের উদ্যোগে অবশিষ্ট ২১টি ওয়ার্ডে ৩শটি স্পটে হাত ধোয়ার পয়েন্ট থাকবে।
হাত ধোয়ার উপকরণ হস্তান্তরকালে মেয়র বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সঠিক নিয়মে হাত ধোয়ার বিকল্প নাই। আশা করছি, এই হাত ধোয়ার পয়েন্ট সমূহ দরিদ্র বসতি এলাকার মানুষদের জীবন সুরক্ষায় ভূমিকা রাখবে। এ ব্যাপারে তিনি সবাইকে সচেতন হতে এবং সহযোগিতা করতে আহব্বান জানান।
তিনি বলেন, সচেতন ও সামর্থ্যবান মানুষ সাবান দিয়ে হাত ধুতে পারেন। কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী, যারা বস্তিতে বসবাস করেন, তাদের সাবান কিনে হাত ধোয়ার সামর্থ্য নেই। তাই তাদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে সিটি করপোরেশন এসব হাত ধোয়ার পয়েন্ট করছে।