চশিক ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান

86

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক কার্যক্রম মেধা বিকাশে বলিষ্ঠ ভূমিকা রাখে। তিনি বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে এ দেশের নেতৃত্বে থাকবে। তাদের কোমল মনে যত বেশী নৈতিক শিক্ষা স্থাপন করা যাবে তত বেশী সৎ ও যোগ্য নাগরিক সৃষ্টি সম্ভব হবে। বর্তমান শিক্ষাবান্ধব সরকার দেশে শিক্ষিত জনগোষ্ঠি গড়ে তুলতে শিক্ষাখাতে পর্যাপ্ত বরাদ্ধ দিচ্ছে। তিনি গত ১৫ ডিসেম্বর সকালে চকবাজার প্যারেড মাঠ প্রাঙ্গণে চট্টগ্রাম শিক্ষা কল্যাণ (চশিক) ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ডা. আবদুল করিমের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসান। শিক্ষক মো. মিজান ও জালালুদ্দিন কাউসারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চসিক ওয়ার্ড কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক ও এন্টি স্মাগলিং এর কো-চেয়ারম্যান ডা. সালেহ আহমেদ সুলেমান, ফাউন্ডেশন সেক্রেটারী অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক অধ্যক্ষ ডা. জহরলাল ভট্টাচার্য, মেধাবৃত্তি প্রতিযোগিতা কমিটির আহব্বায়ক অধ্যাপক ডা. সুবল আচার্য, সদস্য সচিব অধ্যাপক ডা. ছরওয়ার আলম, বিএইচএমএ চট্টগ্রাম জেলা সভাপতি এড. ডা. মো. ছমি উদ্দিন, নুরুল আবছার, পেরেন্টস্ কেয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম, ডা. জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. নুরুল আমিন, এডমিনো এম.এ ফজল, নবী হোসেন নীরব, জোহোরা আবজুন শিউলি, রেবা রাণী দাশ প্রমুখ। শেষে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্তদের মাঝে সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি