‘চলো পদে পদে সত্যের ছন্দে, চলো দুর্জয় প্রাণের আনন্দে’ এই স্লোগানকে সামনে রেখে নগরীর এনায়েত বাজার মহিলা কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো নববর্ষ উদযাপনের বর্ণিল আয়োজন। সকাল ৮টায় বাঁশিতে বোধনের মধ্যে দিয়ে শুরু হয় দিনের আয়োজন। প্রথম অধিবেশনে ‘চলো পদে পদে সত্যের ছন্দে, চলো দুর্জয় প্রাণের আনন্দে’ শীর্ষক আলেখ্য পরিবেশন করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, চট্টগ্রামের শিল্পীরা। সঙ্গীত পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক শিল্পী শ্রেয়সী রায়। নৃত্য পরিচালনা করেন প্রমা অবন্তী। এরপর আবৃত্তি করেন শিল্পী মিলি চৌধুরী, রাশেদ হাসান, প্রণব চৌধুরী, প্রবীর পাল ও সুবর্ণা চৌধুরী। কথামালা পর্বে পরিষদের সভাপতি সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, ‘আমরা বাঙালি জাতি। বাংলাদেশ হলো আমাদের দেশ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম এই বাংলাদেশকে স্বাধীন করতে। সব শহীদের রক্তের বিনিময়ে এই দেশ সব ধর্মের, সব বর্ণের, সকল শ্রেণির মানুষের জন্য। সা¤প্রদায়িকতার বিষবাষ্প আজো আমাদের চারপাশে ছড়াচ্ছে কিছু স্বাধীনতাবিরোধী মানুষ। তাদের আমরা একাত্তরে পরাজিত করেছি। ভবিষ্যতেও পরাজিত করব। তারুণ্যের শক্তিতে বলীয়ান হয়ে আমরা অসা¤প্রদায়িক বাংলাদেশ গড়ব। বাংলা নববর্ষ আমাদের সেই যাত্রায় সাংস্কৃতিক শক্তি হয়ে প্রেরণা যোগাবে।’
কথামালায় অংশ নেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম, অধ্যাপক রীতা দত্ত, পরিষদের সহ-সভাপতি অধ্যাপক ফেরদৌস আরা আলীম এবং ডা. সেলিম আকতার চৌধুরী। এরপর বিকেল তিনটায় শুরু হয় দ্বিতীয় অধিবেশন্। দ্বিতীয় অধিবেশনে সঙ্গীত পরিবেশন করে ছন্দানন্দ, প্রবর্তক সংঘ, সৃজামি, খেলাঘর চট্টগ্রাম মহানগরী। নৃত্য পরিবেশন করে নৃত্যুভূমি, নৃত্যরূপ একাডেমি, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স। একক সঙ্গীত পরিবেশন করেন আব্দুর রহিম, কল্পনা লালা, অপু বর্মন, ইন্দ্রানী পাঠক, প্রীতম ভট্টাচার্য্য ও আলমগীর কবির। যন্ত্রাণুষঙ্গে ছিলেন সৃজন রায়, সানি দে ও কুশিলব। বিজ্ঞপ্তি