চলমান অভিযানকে স্বাগত জানিয়ে ফটিকছড়ি পৌর আ.লীগের আনন্দ র‌্যালি

85

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান মাদক, নিরাপদ খাদ্য ও দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি হয়েছে ফটিকছড়িতে। গত ১২ অক্টোবর ফটিকছড়ি পৌরসভা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সংঘটনের উদ্যোগে আয়োজিত আনন্দ র‌্যালিটি উপজেলা আ.লীগ কার্যালয় হতে শুরু হয়ে বিবিরহাট বাজারের গুরুত্ত¡পূর্ণ সড়ক প্রদক্ষিন করে বাজার মোড়ে এক পথসভায় মিলিত হয়। পথ সভায় পৌরসভা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীন আ.লীগ নেতা মাওলানা মুহাম্মদ ইউসুফ, মো. আলী চৌধুরী, সরোয়ার উদ্দিন, সোলেমান, মাস্টার মুহাম্মদ হারুন, একে আজাদ, মো. মঈনুল ইসলাম সাওকি, শাহেদুল আলম সাহেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাক রায়হান রুপু, পৌরসভা যুবলীগ সভাপতি গোলাফ মওলা গোলাপ, সাধারণ সম্পাদক মো. আজম, পৌরসভা ছাত্রলীগ সভাপতি এস এম আবু শোয়েব, সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন তুহিন, সাজ্জাদ হোসেন, সাদেক আলী শুভ, সামশুল আলম, জহুরুল ইসলাম, আহমদ গণি,্ ওয়ার্ড সভাপতি যথাক্রমে হেলাল উদ্দিন, হাফেজ শাহ জাহান, হেলাল চৌধুরী, আহমদুল হক, মো. রফিক, গোলাম রব্বানী মিলন, অভিজিৎ পাল, আবুল খায়ের, জাগির হোসেন, মো. আলী, শফিউল আজম দুলাল, মো. তৌফিক, সাধারণ সম্পাদক যথাক্রমে শাহাব উদ্দিন, দুলাল, মো. ইউনুস, মো. লোকমান, মো. বেলাল উদ্দিন, মো. জাহাঙ্গীর, মোস্তাফিজ, মো. সাইফুদ্দিন, মো. জয়নাল, জনি, আরমান, রিপাত, রাহুল প্রমুখ। আনন্দ র‌্যালিতে পৌর আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করে।