ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁওয়ে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে এক কিশোর ছিনতাইকারীর আক্রমণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রাপ্ত তথ্য ও স্থিরচিত্রে দেখা গেছে, গতকাল রবিবার বেলা ১১ টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেন ঈদগাঁওয়ের ইসলামাবাদ রেলস্টেশনে পৌঁছানোর আগে একটি ব্রিজ অতিক্রম করার সময় তিন কিশোরের একটি ছিনতাইকারী দলের একজন দেশীয় অস্ত্র হাতে ট্রেনের দিকে হামলা চালায়।
ভাইরাল ছবিতে দাবি করা হয়, উজ্জ্বল বড়ুয়া নামের এক যাত্রী এ ঘটনায় আহত হয়েছেন। তবে আক্রমণের সুনির্দিষ্ট স্থান, আহত ব্যক্তির পরিচয় বা ঘটনার সত্যতা কোনো নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করতে পারেনি।
ইসলামাবাদ রেলস্টেশনের মাস্টার মো. আবদুল কাইয়ুম জানান, সকাল ১০টা ৫৯ মিনিটে প্রবাল এক্সপ্রেস স্টেশন অতিক্রম করে। তিনি এমন কোনো ঘটনার খবর পাননি।











