ঢাকাই সিনেমার পরিচালক শাহ আলম মন্ডল মারা গেছেন। ২৩ নভেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক কায়েস আরজু। এর আগে অসুস্থ হয়ে পড়লে শাহ আলম মন্ডলকে প্রথম ইসলামিয়া ব্যাংক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু শেষ রক্ষা আর হলো না।
পারিবারিক সূত্র জানিয়েছে, শাহ আলম মন্ডলের মরদেহ মগবাজার বাসায় কিছুক্ষণ রেখে পরে গ্রামের বাড়ি রংপুরে নিয়ে যাওয়া হবে। সেখানে পারিবারিক গোরস্থানে তাকে শায়িত করা হবে। তার মরদেহ এফডিসিতে আনা হবে কিনা এ নিয়ে কোনও সিদ্ধান্ত জানা যায়নি। ২০১১ সালে পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে চলচ্চিত্রে আসেন শাহ আলম মÐল। প্রথম কাজ করেন ‘সত্যের জয়’ ছবিতে। এরপর সহকারী হিসেবে কাজ করেন বদিউল আলম খোকন ও এফআই মানিকের সঙ্গে। শাহ আলম মন্ডল পরিচালিত প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’। এ সিনেমা দিয়েই চলচ্চিত্রে পা রাখেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। তার পরিচালিত অন্য সিনেমাগুরো হলো- ‘আপন মানুষ’ (২০১৭), ‘ডনগিরি’ (২০১৯) এবং কোভিড নিয়ে দেশের প্রথম সিনেমা ‘লকডাউন লাভ স্টোরি’ (২০২২)।