কর্ণফুলী প্রতিনিধি
নগরীর চান্দগাঁও থানার মামলায় কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চরলক্ষ্যা ইউপির সাবেক চেয়ারম্যান মো. আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে উপজেলার চরপাথরঘাটা ইছানগর বিএফডিসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ।
জানা গেছে, মো. আলী কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউপির ৫নং ওয়ার্ড নিমতলা এলাকার মৃত হাজী মো. ইব্রাহীম সওদাগরের ছেলে। তিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারী থাকাকালীন উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। পরে সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের রাজনীতিতে জড়িয়ে পড়েন। এছাড়া আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচন করেন তিনি। যদিও ওই নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ফারুক চৌধুরীর কাছে পরাজিত হন।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আলীকে গ্রেপ্তার করে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।