চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) শিশু স্বাস্থ্য বিভাগের আয়োজনে ১৭ নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস এবং বিশ্ব প্রিম্যাচিউরিটি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। সচেতনতা বৃদ্ধি এবং রোগের প্রতিরোধ ও চিকিৎসা প্রসারে সংশ্লিষ্ট দিবস দুটি উদযাপনের জন্য এই আয়োজন করা হয়।
প্রতিবছর ১২ নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস। দিবসটির এই বছরের প্রতিপাদ্য ছিল Every breath counts,treat pneumonia in its track। অনুষ্ঠানে বক্তারা নিউমোনিয়ার ঝুঁকি, প্রতিরোধ এবং চিকিৎসার আধুনিক পদ্ধতি নিয়ে আলোচনা করেন। চমেক হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক( চচ) ডা. জেবীন চৌধুরী বলেন, নিউমোনিয়া বিশ্বব্যাপী শিশুমৃত্যুর প্রধান কারণগুলোর একটি। এর সঠিক প্রতিরোধ এবং ত্বরিত চিকিৎসা নিশ্চিত করতে হলে জনসচেতনতা বাড়াতে হবে। নিউমোনিয়া থেকে রক্ষা পেতে সময়মতো টিকা গ্রহণ এবং শিশুদের পুষ্টির উপর গুরুত্বারোপ করা প্রয়োজন।
অন্যদিকে, বিশ্ব প্রিম্যাচিউরিটি দিবসে আলোচনার মূল বিষয় ছিল অকালপ্রসূ শিশুদের স্বাস্থ্যঝুঁকি এবং তাদের সঠিক পরিচর্যার প্রয়োজনীয়তা। এবারে দিবসটির মূল মন্ত্র ছিল Over 13 million babies born too soon every year: Access to quality care everywhere! অনুষ্ঠানে নবজাতক বিশেষজ্ঞ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহীন বলেন, অকালপ্রসূত শিশুদের সঠিক সময়ে সঠিক যত্ন এবং চিকিৎসা নিশ্চিত করা গেলে তাদের সুস্থ জীবনের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়।
অনুষ্ঠানটি চমেক হাসপাতালের ডা. সমিরুল ইসলাম সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু স্বাস্থ্য বিভাগের সকল বিশেষজ্ঞ চিকিৎসক, ট্রেইনি এবং স্টুডেন্ট সহ আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মোহম্মদ আব্দুর রউফ, চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর ডা. মো. ইলিয়াস চৌধুরী, শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মুসা মিয়া, সহযোগী অধ্যাপক ডা. আসমা ফেরদৌসী এবং সহকারী অধ্যাপক ও বাংলাদেশ পেডিয়েট্রিক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. বেলায়েত হোসেন ঢালী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. ফারহানা জেরিন, সহকারী রেজিস্টার, শিশু স্বাস্থ্য বিভাগ। বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে নিউমোনিয়ার লক্ষণ এবং চিকিৎসা, সেইসাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু স্বাস্থ্য বিভাগের নিউমোনিয়ার সার্বিক পরিস্থিতি বিষয়ক উপাত্ত গুলো তুলে ধরেন দেন ডা. তানিয়া সুলতানা, সহকারী রেজিস্টার, শিশু স্বাস্থ্য বিভাগ।
বিশ্ব প্রিম্যাচিউরিটি দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক বিভাগের সাফল্য ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেন ডা. মিথিলা কানুনগো, মেডিকেল অফিসার, নবজাতক বিভাগ। অনুষ্ঠানের অন্যান্য সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. আনিস, রেজিস্ট্রার, শিশু বিভাগ, ডা. বিবেক দেব, সহকারী রেজিস্ট্রার, শিশু স্বাস্থ্য বিভাগ, ডা. শ্রাবণী দাশগুপ্ত, সহকারী রেজিস্ট্রার, শিশু স্বাস্থ্য বিভাগ।
এই আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আবারও প্রমাণ করেছে যে তারা জনস্বাস্থ্য উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জনসচেতনতা বৃদ্ধিতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহŸান জানিয়েছেন অংশগ্রহণকারীরা। বিজ্ঞপ্তি