চমেক হাসপাতালে নারীসহ দুই হাজতির মৃত্যু

50

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীসহ দুই হাজাতির মৃত্যু হয়েছে। গত বুধবার গভীর রাতে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ। দুই হাজতির মধ্যে একজন বিলাতি ত্রিপুরা (৪৫) ও অপরজন ওমর ফারুক (৫৭)। বিলাতি ত্রিপুরা জলাতঙ্ক ও ওমর ফারুক হৃদরোগে মারা গেছেন বলে জানান জেলার নাশির।তিনি বলেন, ‘বিলাতি ত্রিপুরাকে গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার রাত ১১ টার দিকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়। আমরা হাসপাতালে পাঠিয়েছিলাম। হাসপাতালে নেওয়ার পর তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন’। চিকিৎসা সনদে বিলাতি ত্রিপুরার জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি। খবর বিডিনিউজের
এদিকে চট্টগ্রাম কারাগারের হাজতি ওমর ফারুক রাত দেড়টার দিকে বুকে ব্যাথা অনুভব করায় চিকিৎসার জন্য প্রথমে কারা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক মারা যান। হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে ডাক্তারের উদ্ধৃতি দিয়ে জানান নাশির আহমেদ। তিনি বলেন, নগরীর কোতোয়ালী থানার মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় গত মার্চ থেকে ওমর ফারুক কারাগারে ছিলেন। আর হত্যা মামলার আসামি বিলাতি ত্রিপুরা গত এপ্রিল থেকে খাগড়াছড়ি কারাগারে ছিলেন।