সামাজিক দায়িত্বের অংশ হিসেবে নবযাত্রা ফাউন্ডেশন গতকাল ২০ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সুবিধাবঞ্চিত ও পক্ষাখাতগ্রস্ত মানুষদের জন্য হুইল চেয়ার বিতরণ করেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন এর হাতে হুইল চেয়ার হস্তান্তর করেন নবযাত্রা ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আবু মনছুর ও ফাউন্ডেশনের সহ-সভাপতি শামিম মহিউদ্দিন চৌধুরী। উপহার হুইল চেয়ার গ্রহণ করে ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, বিতরণকৃত হুইল চেয়ার সুবিধাবঞ্চিত ও শারীরিকভাবে অক্ষম মানুষের দৈনন্দিন চলাফেরা ও কর্মকান্ডে গতির সঞ্চার করবে, সমৃদ্ধি আনবে অর্থনৈতিক জীবনে এবং সর্বোপরি তাদের পরিবারের মুখে হাসি ফোটাবে। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক (এডমিন) রাজিব পাল, সহকারী পরিচালক ডা. রুমা ভট্টাচার্যসহ বিভিন্ন ওয়ার্ডের ডাক্তার ও ওয়ার্ড মাস্টারগণ। বিজ্ঞপ্তি