চমেক হাসপাতালে চিকিৎসাধীন ফাঁসির আসামির মৃত্যু

1

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদির মৃত্যু হয়েছে। ওই কয়েদি মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ছিলেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। গত বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। মারা যাওয়া ওই কয়েদির নাম ইয়াকুব আলী বাবুল (৪৫)। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার শাহ নগর এলাকায়। তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ হাসান জুয়েল জানান, বাবুল একটি খুনের মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন। তিনি অসুস্থ থাকায় বেশ কিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসা নিতে যেতেন। গত রবিবার বাবুলের পেটে ব্যথা উঠলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় বাবুলের মৃত্যু হয়। বিভিন্ন সংক্রমণজনিত রোগেই তার মৃত্যু হয়েছে। ২০২৪ সালের ২১ অক্টোবর বাবুলকে প্রবাসী নেছার আহমেদ তোতা হত্যা মামলায় গ্রেপ্তার করেছিল র‌্যাব। ২০০৩ সালের ২ নভেম্বর ফটিকছড়ির দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকার একটি পাহাড়ের পাদদেশে তোতার লাশ উদ্ধার করেছিল পুলিশ। এ ঘটনায় তোতার স্ত্রী বাদী হয়ে বাবুলসহ ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। ২০২১ সালের ৮ মার্চ ওই মামলায় নয়জনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছিলেন চট্টগ্রামের একটি আদালত।