চমেক মসজিদের মুয়াজ্জিনকে মারধর প্রাণনাশের হুমকি

5

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন ছিদ্দিকুর রহমানকে (৬৫) মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছে একই মসজিদের খাদেম।
জানা গেছে, গত শনিবার সন্ধ্যা ৬ টার দিকে মসজিদে এ ঘটনা ঘটে। একইদিন রাতে নগরীর পাঁচলাইশ থানায় এই ঘটনায় ভুক্তভোগীর ছেলে সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অভিযুক্ত খাদেমের নাম মো. আব্দুল কাইয়ুম (৩২)। তিনি নগরের বায়োজিদ থানার শেরশাহর ছিন্নমূল কলোনির বাসিন্দা এবং বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম হিসেবে কর্মরত আছেন।
জিডিতে ভুক্তভোগীর ছেলে উল্লেখ করেন, ‘আমার বাবা ছিদ্দিকুর রহমান ৩৭ বছর ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে মুয়াজ্জিন হিসেবে কর্মরত আছেন। মসজিদের খাদেম আব্দুল কাইয়ুম বেশ কিছুদিন ধরে মসজিদের কাজে আমার বাবাকে অসহযোগিতাসহ খারাপ আচরণ করছেন। তারই ধারাবাকিতায় শনিবার সন্ধ্যা ৬টার দিকে আমার বাবাকে পুনরায় মসজিদের কাজে অসহযোগিতা করলে, আমার বাবা আব্দুল কাইয়ুমকে বকাবকি করেন। তখন আব্দুল কাইয়ুম আমার বাবার উপর ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। একপর্যায়ে মসজিদের আশেপাশের লোকজন আমার বাবার চিৎকারে এগিয়ে আসলে আব্দুল কাইয়ুম হাতে থাকা লোহার ‘ধামা’ দেখিয়ে আমার বাবাকে প্রাণনাশের ভয় ও হুমকি দিয়ে পালিয়ে যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজের সচিব হায়াত হোসেন চৌধুরী বলেন, একজন মুয়াজ্জিনকে মারধরের ঘটনার বিষয়টি দৃষ্টিকটু। বিষয়টি সমাধানে আমরা মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নিব। এছাড়া অভিযুক্ত খাদেমের বিষয়ে এর আগেও অনেক অভিযোগ আসে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রীয় মসজিদের সেক্রেটারি ডা. জাহেদ বলেন, মসজিদের মুয়াজ্জিনকে মারধরের ঘটনার বিষয়টি শুনেছি। এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করছি আমরা।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। থানায় জিডি নিয়েছি। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।