চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস এডমিনিস্ট্রেশন (সিইউসিবিএ) এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ১ নভেম্বর, নগরীর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে প্রতিদ্ব›িদ্বতা করে সুপারকিংস বনাম ডিউ ড্রপস। ফাইনালে সুপারকিংস ২-১ ব্যবধানে ডিউ ড্রপসকে পরাজিত করে প্রথমবারের মত আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপার স্বাদ পায়। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে দারুণ এক গোল করে দলকে শিরোপার স্বাদ এনে দেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা সুপারকিংসের মুবারক।
খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর সজিব কুমার ঘোষ। খেলায় সভাপতিত্ব করেন সিইউসিবিএ এলামনাই এসোসিশনের সভাপতি রেজাউল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সিসিএল ডিরেক্টর আবুল হাসনাত মুহাম্মদ বেলাল, বাবু প্রমুখ। টুর্নামেন্টে বিভিন্ন ব্যাচ থেকে ৮টি দল অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি