চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলে শিক্ষার্থীদের গবেষণা ও তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষায় গতিশীলতা আনার লক্ষ্যে এবং শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক গত ২৬ অক্টোবর হলের রিডিং রুমে ৫টি হাই কনফিগারেশনের কম্পিউটার সম্বলিত অত্যাধুনিক ল্যাব স্থাপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, শিক্ষার্থীদের সেবা দেওয়া আমাদের প্রধান দায়িত্ব। আমরা চাই, প্রতিটি হলে শিক্ষার সুন্দর, সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক। চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থায় এরকম কম্পিউটার ল্যাব খুবই প্রয়োজনীয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা হলে পড়াশোনা মুখী হবে, গবেষণায় আগ্রহ পাবে। উপস্থিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এ.জি.এম নিয়াজ উদ্দিন, শহীদ আবদুর রব হলের হাউজ টিউটর ড. মো. ইমাম হোসাইন, চাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান সোহান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, শহীদ আবদুর রব হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মো. বোরহান উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বক্কর প্রমুখ। বিজ্ঞপ্তি











