চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহেরের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা গত ৪ এপ্রিল চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সভাপতি মোঃ সুমন (সুমন মামুন) এবং সাধারণ সম্পাদক মো. মনসুর আলী’র নেতৃত্বে মতবিনিময় সভায় সমিতির কার্যকরী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্য সমিতির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রশাসনিক ও অন্যান্য কর্মকান্ড পরিচালনায় অফিসারদের সহযোগী হিসেবে কর্মচারীদের ভূমিকা রয়েছে।’ উপাচার্য কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা, জবাবদিহীতা, কর্মদক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। মতবিনিময় সভায় উপাচার্য প্রশাসনিক কর্মকান্ডে অধিকতর গতিশীলতা আনতে এবং কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করতে কর্মচারী সমিতির নেতৃবৃন্দদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি কর্মচারীদের যৌক্তিক দাবী-দাওয়া বিশ্ববিদ্যালয়ের সীমিত সম্পদ ও আইনীকাঠামোর মধ্যে যথাসম্ভব পূরণের আশ্বাস প্রদান করেন। কর্মচারী সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত মাননীয় উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। নেতৃবৃন্দরা বিশ^বিদ্যালয় পরিচালনায় উপাচার্যকে সার্বিক সহযোগীতা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি