চবি উপ-উপাচার্যের সাথে সেনবাগ স্টুডেন্টস অ্যাসো’র সাক্ষাৎ

1

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের সাথে ১ অক্টোবর তাঁর অফিস কক্ষে সেনবাগ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সেনবাগ স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উপদেষ্টা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হোসাইন, সংগঠনের সভাপতি মেহেদী হাসান রাকিব, সাধারণ সম্পাদক নাজমুল হুদা ও সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিনসহ উক্ত সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপ-উপাচার্য (একাডেমিক) সংগঠনের নেতৃবৃন্দকে স্বাগত ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান চর্চার উর্বর ক্ষেত্র। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।’ মাদকমুক্ত সৃজনশীল সমাজ গড়ার লক্ষ্যে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে উপ-উপাচার্য শিক্ষার্থীদের আহবান জানান। বিজ্ঞপ্তি