প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর প্রফেসর ড. মুঈন উদ-দীন আহমদ খান স্মারক গ্রন্থ সম্পাদনা পর্ষদের চতুর্থ সভা ২১ আগস্ট সন্ধ্যায় নগরীর মির্জাপুলস্থ একটি অফিসে অনুষ্ঠিত হয়। প্রফেসর ড. মুঈন উদ-দীন আহমদ খান স্মারক গ্রন্থ সম্পাদনা পর্ষদের আহ্বায়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য সচিব আহমদ ইমরানুল আজিজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সম্পাদনা পর্ষদের সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সিনিয়র প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, সমিতির প্রাক্তন সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর এবং সমিতির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান।
সভায় বিগত সভাসমূহের গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং চূড়ান্ত পর্যায়ে এসে আরো কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে যারা লেখা জমা দিয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। এছাড়া সভায় সর্বসম্মতিক্রমে স্মারক গ্রন্থ প্রকাশের জন্য সময়সীমা নির্ধারণ করে একটি চূড়ান্ত রোডম্যাপ অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি