চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি কার্যনির্বাহী কমিটির ২য় সভা

2

প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ৮ম কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা ২৭ অক্টোবর সন্ধ্যায় সমিতির অস্থায়ী অফিসে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক ও বর্তমানে নির্বাহী সদস্য মিজানুর রহমান সেলিম, সহ-সভাপতি ফজলুল কাদের চৌধুরী, যুগ্ম সম্পাদক আ ন ম নাসির উদ্দীন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ওমর ফারুক হোসাইনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মুহাম্মদ নুরুল বশর রাসেল এবং নির্বাহী সদস্য মীর মোহাম্মদ সফিউল আলম, এ এম রমিজ আহমদ, জনাব মো. আবু সালেহ ও মোহাম্মদ অহিদুল ইসলাম খোকা।
সভার শুরুতে বিগত প্রথম সভার কার্যবিবরণী পেশ, পর্যালোচনা ও অনুমোদন করা হয়। এরপর গত ১৪ জুলাই চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত রজতজয়ন্তী উৎসব, অভিষেক, সংবর্ধনা, জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিলের হিসাব উপস্থাপন, পর্যালোচনা ও অনুমোদন করা হয়। এরপর আবেদনকারীদের জীবন সদস্য হিসেবে অনুমোদন দেয়া হয়।
সভায় ওমর ফারুক হোসাইনীকে আহব্বায়ক ও মুহাম্মদ নুরুল বশর রাসেলকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট বার্ষিক আনন্দ ভ্রমণ ও ফ্যামিলি ডে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। সভায় নবনির্বাচিত চাকসু কেন্দ্রীয় ও হল-হোস্টেল সংসদের নেতৃবৃন্দকে সর্বসম্মতভাবে অভিনন্দন জানানো হয়। সবশেষে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন এবং আগামী বার্ষিক আনন্দ ভ্রমণ ও ফ্যামিলি ডে সফল ও সার্থকভাবে সুসম্পন্ন করতে কমিটির সকলের সক্রিয় ভূমিকা পালনের আহŸান জানিয়ে সভা সমাপ্ত করেন। বিজ্ঞপ্তি