চবির হলে ইতালিফেরত পাকড়াও

40

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আবদুর রব হলের একটি রুম থেকে ইতালি ফেরত বহিরাগত এক যুবককে আটক করে প্রক্টরিয়াল বডি। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় ওই কক্ষে অবস্থান করা ইতালি ফেরত যুবকসহ ছয়জনকে ফৌজদারহাট ট্রপিক্যাল ও ইনফেকশাস ডিজিজ ইন্সটিটিউটে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
তবে তাদের মধ্যে কেউ এ ভাইরাসে আক্রান্ত নয় বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। তিনি বলেন, সেই ছয় যুবক করোনা ভাইরাসমুক্ত। আমরা পরীক্ষা করে কোনো আলামত পায়নি। তাদের মধ্যে ইতালিফেরত যুবক ছাড়া অন্য পাঁচজনকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আর ইতালি থেকে আসা যুবকের ১৪ দিন অতিবাহিত হওয়ায় তাকে কোয়ারেন্টাইনে থাকা লাগবে না।
এর আগে রোববার দিবাগত রাত ২টার দিকে আবাসিক হলটির ৩২০ নাম্বার কক্ষ থেকে তাদের উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে একজন ইতালি ফেরত, দুজন কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থী, একজন ব্রাহ্মণবাড়িয়া ও অপর দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৫ মার্চ বিমানবন্দরের কোন প্রকার বাধার সম্মুখিন না হয়ে ইতালি থেকে
দেশে ফেরেন একজন যুবক। পরে সাজেক যাওয়ার উদ্দেশ্যে দুই-তিন দিন আগে বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি। এসময় তার সাথে আসেন নিজ এলাকার বন্ধুরা ছিলেন। আর তাদের আশ্রয় দেন বিশ^বিদ্যালয়ের এক শিক্ষার্থী। কয়েকদিন যাবৎ তারা হলে অবস্থান করার পর রোববার রাতে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিযাল বডি তাদের উদ্ধার করে তাৎক্ষণিক কোয়ারেন্টাইনে পাঠায়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসানুল কবির পলাশ বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ওই রুম থেকে উদ্ধার করা ছয়জনকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছি। পরে পরীক্ষা নিরিক্ষা করে তারা কোনো ভাইরাতে আক্রন্ত নয় বলে আমরা জেনেছি। আর যে শিক্ষার্থী তাদের এনেছে তার বিরুদ্ধেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।