চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। গতকাল সোমবার সদ্য সাবেক রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন রেজিস্ট্রার নিয়োগ দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিসের পরিষদ শাখার ডেপুটি রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে. এম. নুর আহমদকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রদত্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব থেকে ৩০-০৯-২০২৪ তারিখ (অপরাহ্ন) হতে অব্যাহতি প্রদানপূর্বক চবি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামকে নিম্নোক্ত শর্তে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব প্রদান করা হলো। তিনি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন।