চবির ইতিহাস বিভাগে প্রথম আবুল কাশেম

35

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম হয়েছেন আবুল কাশেম। তিনি বাঁশখালী উপজেলার নাপোড়া গ্রামের ফরিদুল আলম ও খতিজা বেগমের একমাত্র পুত্র। স্নাতকোত্তরে তার সিজিপিএ হলো ৩ দশমিক ৮০। ফলে মাস্টার্স ২০১৭-২০১৮ সেশনে সর্বোচ্চ ফলাফল করে প্রথম স্থান অধিকার করেন বাঁশখালীর এই কৃতি সন্তান। এর আগে স্নাতকে ৩ দশমিক ৩০ সিজিপিএ অর্জন করে তৃতীয় স্থান অর্জন করেন তিনি।
এই মেধাবী ছাত্র ২০১০ সালে নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ অর্জন করে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হন। সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে ব্যবসায় বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি মৌলভী জাকির হোসেন ও চট্টগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক পারভীন আক্তারের ভাগিনা।