চবিতে শিক্ষকদের গবেষণা কর্মশালা

1

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের আয়োজনে চবি ব্যবসায় প্রশাসন অনুষদের লেকচার গ্যালারীতে দু’দিনব্যাপী গত ২৯-৩০ জানুয়ারি চবি শিক্ষকদের অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে। সুন্দর এ আয়োজনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) ও চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। এতে বক্তব্য রাখেন চবি সিন্ডিকেট সদস্য, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও অন্তবর্তীকালীন সরকার কর্তৃক গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের সভাপতি প্রফেসর ড. তোফায়েল আহমেদ। কর্মশালার ২য় দিনে গবেষণা সংক্রান্ত নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা করেন চবি লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ তারিকুল হাসান চৌধুরী, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মো. আফতাব উদ্দীন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ও চবি উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. কামাল উদ্দিন, মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মুহ্ম্মাদ আলমগীর ও আইন বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মঈন উদ্দীন। উল্লেখ্য, দু’দিনব্যাপী কর্মশালায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০জন শিক্ষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সভাপতি ও চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. তোফায়েল আহমেদকে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সৌজন্য উপহার প্রদান করেন। বিজ্ঞপ্তি