চবিতে গণহত্যা দিবসের সভা

7

গণহত্যা দিবস স্মরণে ২৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উদ্যোগে বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালিত হয়। আলোচনা সভায় সভাপতির ভাষণ দেন এবং মোমবাতি প্রজ্বালন করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
উপাচার্য তাঁর ভাষণে ১৯৭১ এর ২৫ মার্চ পাকিস্তানী স্বৈরাচারী বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণকারীদের বিনম্র চিত্তে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং নির্যাতিত সকলের প্রতি সম্মান প্রদর্শন করেন। অনুষ্ঠানে বীর শহীদদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ রাত ৯টায় ১ মিনিট সবধরণের বাতি বন্ধ রেখে ব্ল্যাকআউট পালন করা হয়। অনুষ্ঠানে রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, আবাসিক হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি